রাঙ্গুনিয়ার ধর্মীয় উপাসনালয় নিরাপত্তা দিবে ইসলামী ফ্রন্ট 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : সোমবার, ২০২৪ আগস্ট ১২, ০৪:২৩ অপরাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ধর্মের ধর্মীয় উপাসনালায় নিরাপত্তা দিবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।  

সোমবার(১২আগষ্ট) সকাল ১০টায় উপজেলার কনফারেন্স হলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান'কে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার নেতৃবৃন্দরা নিরাপত্তা দেওয়ার বিষয় আশ্বস্ত করেন। 

এদিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি করিম উদ্দীন হাছানের নেতৃত্বে প্রতিনিধিদল রাঙ্গুনিয়া উপজেলার নবাগত ইউএনও মুহাম্মদ মাহমুদুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। 

উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি করিম উদ্দীন হাছান বলেন, বাংলাদেশ জাতিগত ও ধর্মীয়ভাবে সম্প্রীতি ও সৌহার্দ্যের দেশ। এটি আমাদের সবসময় ধরে রাখতে হবে।  ইসলামী ফ্রন্ট ইতিমধ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাসনালয় পরিদর্শন করে তাদের খোঁজখবর নেন।  নিরাপত্তার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছি। এছাড়া আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণসহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে। রাঙ্গুনিয়ায় সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নবাগত ইউএনওকে সহযোগিতার জন্য আশ্বস্ত করেছি । 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা ইসলামী ফ্রন্ট সভাপতি আলহাজ্ব আবদুর রহমান জামী, সাবেক ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক ছানাউল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন নেজামী, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ হোসাইন, যুবসেনা রাঙ্গুনিয়া দক্ষিণ সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক তারেকুল ইসলাম, যুবসেনা রাঙ্গুনিয়া উত্তর সহ সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রসেনা রাঙ্গুনিয়া দক্ষিণ সাধারণ সম্পাদক রবিউল মোস্তফা রাফি,  ছাত্রসেনা রাঙ্গুনিয়া উত্তর সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework